infobatbd@gmail.com

INDUSTRIAL ATTACHMENT

INDUSTRIAL ATTACHMENT
24 Mar 2020

BEST INDUSTRIAL ATTACHMENT in BANGLADESH

/
Posted By
/
Comments0

Industrial Training কি?

Industrial Attachment হচ্ছে internship এর অপর নাম বা দুটি বিষয় একই। সাধারনত  ৪ বছর মেয়াদী সব ধরণের ডিপ্লোমা অথবা বি এস সি কোর্স এর উপর  বিষয়ে জ্ঞান অর্জন এর জন্য একটা নির্দিষ্ট সময় যার যার Subject এর সাথে সামঞ্জস্য রেখে কোনো অফিস  বা Industry তে কাজ করার নাম ই Industrial Attachment.

Industrial attachment তো বুঝলাম, তাহলে,

শিক্ষা জীবনে যারা diploma engineering বা B.Sc Engineering এ পড়ে থাকেন, তাদের 95% ই চাকুরী ক্ষেত্রে বিভিন্ন Technical ইন্ডাস্ট্রি যেমন Software, IT company, Web Development, Networking, Electrical Industry অথবা যেকোনো প্রতিষ্ঠানে IT Manager হিসেবে কাজ করেন I আর এই সব প্রতিষ্ঠানে কাজ করার পূর্বে তাদেরকে practical  নলেজ অর্জনের জন্য কোনো না কোনো প্রতিষ্ঠানে Internship করতে হয়। আর এই internship এর course টাকে বলা হয় Industrial Training.

INDUSTRIAL ATTACHMENT OR TREATING কে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত?

আমার মতে Diploma Engineering বলেন B.Sc Engineering বলেন যেকোনোটির course শেষ করার পরে একজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা কম থাকে বা থাকে না একদম থাকে না বললেই চলে, আর এতে বাংলাদেশের মতো দেশে জব মার্কেটে practical নলেজ বা কাজের অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। আর তাই একজন শিক্ষার্থী কে চাকরি দাতাদের যাচাই করার প্রাথমিক মানদন্ড হলো এই Industrial Attachment. আর এই সময়ে একজন শিক্ষার্থীর গুরুত্ব সহকারে দেখা দরকার।

কোন বিষয়ে এর ওপর  ATTACHMENT  করবেন ?

জারা ইলেক্ট্রিক্যাল অর ইলেক্ট্রনিক্স এ ডিপ্লোমা  অথবা EEE তে বি এস সি ইঞ্জিনিয়ারিং এ একাডেমিক পড়ালেখা করে আমি মনে করি Bangladesh automation technologies is best কারন আখানের সরাসরি industrial level এর কাজ সাখান হয়। অনেকেই সিধান্তহীনতাই ভোগেন যে কোন সাবজেক্ট এ interny  করলে Future-এ ভালো জবের আশা করতে পারব। এই ব্যাপারে আমার পরামর্শ হলো, আপনি প্রথমে সিদ্ধান্ত নিন যে, আপনি নিজেকে ভবিষ্যতে কি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? তারপর দেখুন মার্কেট এ আপনি নিজেকে যেই পেশার উপর তৈরী করতে চান, সেই পেশায় চাকরির পাওয়ার সম্ভবনা কেমন । আর এতটুকু খুব সহজে ঘরে বসেই জানা যায় , আর সেটা হচ্ছে বিভিন্ন জব পোর্টাল গুলোতে নিয়মিত ভিসিট করুন। তারপর আপনার পেশার জব গুলো কে শর্টলিস্ট করুন যে যে বিষয়ে জব বেশি? সেখান থেকে নিজের পছন্দের সাবজেক্ট টি চয়েস করুন। তারপর আপনার ভালো লাগার Subject টির কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে তার একটা লিস্ট তৈরী করুন এবং আপনার List এর উপর ভিত্তি করে Industrial Attachment এর জন্য প্রস্তুতি নিন।

কোথায়  INDUSTRIAL TRAINING করবেন?

Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাহলে কোন networking farm এ Web Developer হিসেবে ক্যারিয়ার গড়তে  চান তাহলে কোন Web Developer company তে ।যারা ইলেক্ট্রিক্যাল অথবা ইলেক্ট্রনিক্স এ ডিপ্লোমা অর বি এস সি আমি মনে করি Bangladesh automation technologies is best কারন সেখানের সরাসরি industrial level এর কাজ সেখান হয় এক কথায় যে প্রতিষ্ঠান আপনার চাওয়া পূরণ করতে পারবে।

আরো কিছু ব্যাপার আছে

কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ইন্সট্রাক্টর কে? অর্থাৎ যিনি আপনাকে হাতে খড়ি শেখাবেন তার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড বলতে বুজাচ্ছি সংশ্লিষ্ট ইন্সট্রাক্টর নিজের কত বছরের কাজের অভিজ্ঞতা আছে ? কোথায় কোথায় জব করছেন? তিনি যেই বিষয়ে expert সেই বিষয়ে তার কোনো পাবলিকেশন আছে কিনা? থাকলে সেই পাবলিকেশন টা দেখুন। আরো দেখতে হবে কয়টা প্রজেক্ট করছেন? এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাকে ভালো ভাবে দেখতে হবে। প্রয়োজনে যিনি আপনাদের instructor হবেন তার সাথে সরাসরি বসুন এবং তার সম্পর্কে বিস্তারিত খোঁজ নিন। প্রজেক্ট গুলোর কোনো link বা ডেমো আপনাকে দেখাতে পারবে কিনা? Training ইনস্টিটিউট যদি আপনাকে এমন teacher দেয় যার নিজের ই কোনো কাজের অভিজ্ঞতা নাই। তাহলেত ক্যারিয়ার শেষ !

আপনাদের প্রতিষ্ঠান কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করায় :

জি আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাই , এক্ষেত্রে Bangladesh automation technologies আমরা গর্বিতভাবে নিজেদেরকে সব চেয়ে যোগ্য প্রতিষ্ঠান মনে করি। কেননা ইতি পূর্বে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছেন , তাদের অধিকাংশই দেশ বিদেশে বিভিন্ন কোম্পানিতে সুপ্রতিষ্ঠিত। আর এর জন্য আমাদের আছে সর্বাধুনিক ল্যাব সুবিধা , দেশের সব চেয়ে যোগ্য এবং ৮-১০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকরা। আর আমাদের প্রত্যেকটি কোর্স এ থাকে সর্বনিন্ম ৫ টি real life project.

আপনাদের প্রতিষ্ঠান কোন কোন বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানো হয়?

আমাদের প্রতিষ্ঠান নিম্নোক্ত ট্রেনিং গুলো করানো হয়।

  • PLC
  • HMI
  • AUTOCAT
  • INVERTER
  • ELECTRONICS
  • SERVO MOTOR

কখন ভর্তি হতে হয়? ক্লাস গুলো কখন হয় ? সপ্তাহে কতদিন ক্লাস হয়? আর সর্বমোট কতদিনের কোর্স?

যে কোন দিন ভর্তি  ও  ক্লাস সকাল 7 am -9pm (3 hour class time)

  • সপ্তাহে ৭ দিন আমাদের ক্লাস হয়
  • Jon holder  দেড় জন্য  only Friday
  • এ সারাও যেকোনদিন আপনা সুবিদা মত ক্লাস নিতে পারবেন

Leave a Reply