26
May
2019
Diode
What Is Diode?
ডায়োড (Diode) কে সহজ ভাষায় বলা যায় একমূখী বিদ্যুৎ পরিবাহক। এর মাধ্যমে নির্দিষ্ট দিকে বিদ্যুৎ সঞ্চালন করা যায়। আইডিয়ালি চিন্তা করলে একদিকে এইটা শর্ট সার্কিট, মানে খালি তারের মত। আর অন্য দিকে একেবারে বন্ধ সুইচের মত। তবে বাস্তবে এই রকম হয়না, হালকা কিছু লিকেজ কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। তবে এটা নেগলেজেবল। ডায়োড বানানো হয় সেমিকন্ডাকটর দিয়ে। এদের মধ্যে সিলিকন (Si) , জার্মেনিয়াম (Ge) অন্যতম। এগুলোর ক্রিস্টালের ভিতরে গ্যালিয়াম, আর্সেনিক ইত্যাদির ভেজাল মিশিয়ে পি টাইপ এবং এন টাইপ ২ রকমের সেমিকন্ডাকটর তৈরি হয়। একটি পি টাইপ সেমিকন্ডাকটর একটি এন টাইপ সেমিকন্ডাকটরের সাথে সংযোগ করলে যে জাংশন এর সৃষ্টি হয় তাকে পি–এন জাংশন বলে। এরূপ একটি মাত্র পি–এন জাংশন নিয়ে গঠিত ইলেকট্রনিক ডিভাইসকে সেমিকন্ডাকটর ডায়োড (Diode) বলে।
More Details
Vente Libre De Tadalis Sx Soft Canadian Pharmacy Lexapro No Rx Needed Purchasing Predisone By Mail cialis without prescription Nuovo Viagra Napoli Medicament Lioresal