infobatbd@gmail.com

Single Blog Title

This is a single blog caption
23 Jul 2017

History of PLC ( All about PLC )

History of PLC:

প্রথম PLC আবিষ্কার করেন Modicon Company যা আজকে Schneider Company নামে পরিচিত যার নাম ছিল Sequence Controller ১৯৬৯ সালে যার মডেল ছিল 084 বিজ্ঞানীর নাম ছিল Morley তাই Morley কে PLC এর মাদার বলে।তবে বানিজ্যিক ভাবে তা মার্কেট পায় না এর পর ১৯৭৩ সালে Michael Greenberg বানিজ্যিক PLC আবিষ্কার করেন যার Model ছিল 184 ।

PLC কি?

পি এল সি (PLC) হল প্রোগ্রামএবল লজিক কন্ট্রোলার (Programmable Logic Controller)। পি এল সি একটি ডিভাইস যার মাধ্যমে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়, কোনও কোনও ক্ষেত্রে এটি মাইক্রোকন্ট্রোলার বিকল্প হিসাবে কাজ করে। মাইক্রোকন্ট্রোলার এবং পি এল সির মধ্যে পার্থক্য হল, মাইক্রোকন্ট্রোলার জন্য প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় কিন্তু পি এল সিতে লেডার ডায়াগ্রামের মাধ্যমে কাজটি অতি সহজেই করা যায়।

Advantage of PLC:

১। Size ছোট হয়। ফলে Industry Controlling করতে জায়গা কম লাগে।

২। Computer এর সাথে Plant এর Communication করা যায়।

৩। Energy Save করে।

৪। Technical Person/Educated Person এর জন্য Trouble Shooting করা Easy.

5। তুলনামূলক ভাবে Cost কম লাগে জটিল Controlling System Design করতে।

৬। High Speed

৭। Production বেশী হয়।

৮। জনবল কম লাগে।

Disadvantage of PLC:

১। তুলনামূলক ভাবে cost বেশী লাগে Easy Circuit Design করতে।

২। Engr./Educated Person ছাড়া কাজ করা কঠিন হয়।

৩। Non Technical Person/Educated Person না হলে কাজ করা কঠিন হয়।

Application of PLC:

Textile.

·        Spinning

·        Biomedical

·        Pharmaceutical

·        Chemical

·        Cement Factory

·        Home Automation

·        Food Factory

·        Robots Manufacturing and controlling, etc.

Brand Name of PLC:

বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহ্রত হয়

  • ·        Siemens
  • ·        Mitsubishi
  • ·        Delta
  • ·        LS
  • ·        Omron
  • ·        Allen Bradley
  • ·        Schneider
  • ·        Fatek
  • ·        Panasonic

PLC Programming Language:

  • 1.      Ladder Diagram (LD)
  • 2.       Function Block Diagram (FBD)
  • 3.       Instruction List (IL)
  • 4.      Structural Text (ST)
  • 5.       Sequential Function Chart (SFC)

3 Responses

  1. Pingback : http://vioglichfu.7m.pl/index.php?n=25

Leave a Reply